দর্শন বিভাগ সম্পর্কে
কুষ্টিয়া সরকারি কলেজের অন্যতম সুপরিচিত বিভাগ হলো দর্শন বিভাগ। কলেজের জন্মলগ্ন 1947 সাল থেকেই এ বিভাগ তার কার্যক্রম (উচ্চ মাধ্যমিক ও স্নাতক) পরিচালনা করে আসছে। 2005-2006 শিক্ষাবর্ষ হতে বিভাগে স্নাতক (সম্মান) এবং 2011-2012 শিক্ষাবর্ষ হতে স্নাতকোত্তর শ্রেনি চালু হয়েছে। বর্তমানে বিভাগে ছয় শতাধিক নিয়মিত শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। বিভাগ ও শ্রেণিকার্যক্রম পরিচালনায় ৫ জন শিক্ষক ও […]