হিসাববিজ্ঞান বিভাগ সম্পর্কে

১৮৫৬ খৃষ্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও বাণিজ্য শিক্ষা ১৯৪৬ এ যুক্ত হয় । অত্র কলেজে ১৯৪৭-১৯৭০ আই.কম এবং বি.কম কোর্স চালু ছিল । হিসাববিজ্ঞান বিভাগ অনন্য ঐতিহ্যের মাত্রায় পৌঁছে গেছে অনেক আগেই । কারণ ১৯৬৯ সালে কলেজটি প্রাদেশীকরণের পর মহান স্বাধীনতা যুদ্ধের পর পরই জুলাই ১, ১৯৭১ খৃষ্টাব্দে রাজশাহী বিশ্বববিদ্যালয়ের অধীনে ১৯৭১-১৯৭২ শিক্ষা বর্ষে ২৫টি আসনে বি.কম (সম্মান) কোর্স চালু হয়। এরপর ১৯৯৩-১৯৯৪ শিক্ষাবর্ষ থেকে ১০০ আসনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.কম (সম্মান) কোর্সের সাথে এম. কম কোর্স যাত্রা শুরু করে । যুগের সাথে তাল মিলিয়ে ২০০৩-২০০৪ শিক্ষা বর্ষ থেকে বি.কম (স) এম.কম কোর্সের পরিবর্তে বিবিএস এবং এমবিএস কোর্স চালু হয়, সিলেবাস পরিবর্তনের ধারাবাহিকতায় ২০১৩-২০১৪ শিক্ষা বর্ষ থেকে বিবিএ (স) এমবিএ কোর্স চালু হয়েছে। এ বিভাগে স্নাতক (স) ৫২ তম ব্যাচ পাঠদান করে চলেছে । ( সম্ভবত ৭৭-৭৮ এ শিক্ষক স্বল্পতার কারণে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়নি) । সেমিনারে বইয়ের সংখ্যা দশ হাজারের মত। সৃষ্ট পদ ১২ এবং বর্তমানে কর্মরত ১২ জন। কর্মচারী ২ জন ।হিসাববিজ্ঞান বিভাগে অতীতে কর্মরত শিক্ষক পরিচিতি: ক্রমিক ১-৪ প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিলেন।
অতীতে কর্মরত শিক্ষকবৃন্দ পদবী :
১. আবুল হোসেন সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ।
২. মীর মনিরুজ্জামান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ।
৩. মোঃ আসাদুজ্জামান প্রভাষক ।
৩. নেহাল উদ্দীন শেখ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ।
৪. তমিজ উদ্দীন আহমেদ মন্ডল সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ।
৫. প্রফেসর মোঃ শাহ সুফিয়ান বিভাগীয় প্রধান ।
৬. আব্দুল কাদের সহযোগী অধ্যাপক ।
৭. প্রফেসর এম এ মোরশেদ বিভাগীয় প্রধান ।
৮. মোঃ মহিদুর রহমান সহযোগী অধ্যাপক
৯. প্রফেসর মোঃ আব্দুল লতিফ বিভাগীয় প্রধান।
১০. প্রফেসর মোঃ আব্দুল মালেক বিভাগীয় প্রধান।
১১. প্রফেসর ড. এস আই এম রাজ্জাক বিভাগীয় প্রধান।
১২. প্রফেসর সাবিহা সুলতানা বিভাগীয় প্রধান।
১৩. মোঃ আমানুল্লাহ সহকারী অধ্যাপক।
১৪. খন্দকার কামরুল ইসলাম সহকারী অধ্যাপক।
১৫. মোঃ নূরূল হক প্রভাষক।
১৬. বিপ্রজিৎ কুমার বিশ্বাস প্রভাষক।
১৭. মোঃ মোকাদ্দেস আলী সহকারী অধ্যাপক।
১৮. মোঃ আবু জাফর সিদ্দিকী সহযোগী অধ্যাপক।
১৯. মোঃ গোলাম মোস্তফা সহযোগী অধ্যাপক।
২০. কাজী আবু তাহের সহকারী অধ্যাপক।
২১. মোঃ নাজির হোসেন সহকারী অধ্যাপক।
২২. নিহার কান্তি মহালদার সহকারী অধ্যাপক।।
২৩. সুধীর কুমার পাল সহযোগী অধ্যাপক
২৪. মোহাম্মদ মনিরুল ইসলাম সহকারী অধ্যাপক।
২৫. মোঃ মোজাম্মেল হক প্রভাষক।
২৬. মোঃ আবুল কালাম সহকারী অধ্যাপক।
২৭. লুৎফর রহমান চৌধুরী সহযোগী অধ্যাপক।
২৮. ইসমত আরা বেগম প্রভাষক।
২৯. দুলাল চন্দ্র মন্ডল সহযোগী অধ্যাপক।
৩০. পলাশ কুমার কর্মকার প্রভাষক।
৩১. নিপুন কান্তি বালা সহযোগী অধ্যাপক।
৩২. মোঃ কাওছার হোসেন সহকারী অধ্যাপক।
৩৩. মুহাম্মদ মাসুদ রানা সহকারী অধ্যাপক।
৩৪. মোঃ আলমগীর জলিল প্রভাষক।
৩৫. মোঃ মনিরুজ্জাান প্রভাষক।
৩৬. প্রফেসর মোঃ মসলেম উদ্দীন বিভাগীয় প্রধান।
৩৭. প্রফেসর কাজী খলিল আহাম্মদদ বিভাগীয় প্রধান।
৩৮. মোঃ ইমরান আলী সহকারী অধ্যাপক।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োজিত শিক্ষকবৃন্দ উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করে থাকেন ।
অর্জন ও অবদান :
শিক্ষার্থীদের ব্যবসায় উদ্যোক্তা এবং সরকারী ও বেসরকারী খাতে নেতৃত্ব দিতে প্রয়োজনীয় তাত্ত্বিক জ্ঞান ও বাস্তব দক্ষতা অর্জনে হিসাববিজ্ঞান বিভাগ উল্লেখযোগ্য অবদান রাখছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষার্থী বর্তমানে কৃতিত্বের সাথে কর্মরত রয়েছে। তাছাড়াও, সাংস্কৃতিক কার্যক্রম, ক্রীড়া, বিএনসিসি, শিক্ষামূলক ভ্রমণ এবং গবেষণা প্রবন্ধ প্রকাশের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ শিক্ষামূলক পরিবেশ তৈরি করেছে।
প্রভাব:
হিসাববিজ্ঞান বিভাগের একাডেমিক ও এক্সট্রা কারিকুলাম কার্যক্রম ভবিষ্যৎ ব্যবসায়িক নেতৃত্ব তৈরি এবং জাতীয় ও বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, যা দক্ষ মানব সম্পদ তৈরিতে এবং আধুনিক ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য অগ্রণী ভূমিকা পালন করে।
ভিশন :
উদ্ভাবন, নেতৃত্ব এবং জাতীয় ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দিয়ে মানসম্পন্ন আধুনিক শিক্ষা প্রদান অব্যাহত রেখে বিভাগটি এই অঞ্চলে হিসাববিজ্ঞান শিক্ষায় নেতৃত্ব প্রদানে নিজেদের অবস্থান সুদৃঢ় করে জাতির সার্বিক কল্যাণে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।