উদ্ভিদ বিজ্ঞান বিভাগ সম্পর্কে
দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত সর্ববৃহৎ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুষ্টিয়া সরকারি কলেজ ১৯৪৭ সালে প্রতিষ্ঠার পর, ১৯৮১ সালে সর্বপ্রথম স্বতন্ত্র বিভাগ হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগ এর পদচারণা শুরু হয়।
পরবর্তীতে ১৯৮২-১৯৮৩ শিক্ষাবর্ষে ১ টি সহযোগী, ১টি সহকারী ও ২টি প্রভাষকের পদ সৃষ্ট হলে বি,এস,সি পাস কোর্স চালু হয়। ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষে প্রথম বিএসসি অনার্স কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়। এরপর ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব কোর্স চালু হয়।
চার বছর মেয়াদি অনার্স কোর্সে ১ম বর্ষে আসন সংখ্যা ১৩৫ টি।
বর্তমানে বিভাগে বিভিন্ন বর্ষের মোট শিক্ষার্থী সংখ্যা প্রায় ৪৫০ জন এবং কর্মরত শিক্ষক রয়েছেন – ০১ জন অধ্যাপক (ইন-সিটু), ০২ জন সহকারী অধ্যাপক, ০১ জন সহকারী অধ্যাপক (ইন-সিটু)। বিভাগে বর্তমানে ০১ টি প্রভাষক এবং ০১ টি প্রদর্শক পদ শূন্য রয়েছে।