রসায়ন বিভাগ সম্পর্কে

রসায়ন বিভাগ :

কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া বিভাগ হিসেবে ডিগ্রী পাস কোর্স নিয়ে যাত্রা শুরু করে ১৯৬৮ সাল থেকে। সেই সময় বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন জনাব মোঃ মাহতাব উদ্দিন সরকার।

পরবর্তীতে ১৯৯৮-১৯৯৯ সেশনে মাত্র ২৫ জন শিক্ষার্থী নিয়ে অনার্স কোর্সের যাত্রা শুরু হয়। তৎকালীন অধ্যক্ষ প্রফেসর প্রভাত কুমার মানী অনার্স কোর্স চালু করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন।
সেই সময় রসায়নের বিভাগীয় প্রধান ছিলেন সহযোগী অধ্যাপক জনাব মোঃ তাহাজ্জেল হোসেন। এরপর এই বিভাগে মাস্টার্স কোর্স চালু হয় ২০০৫-২০০৬ সেশন থেকে।
বর্তমানে প্রতি বছর অনার্স ১ম বর্ষে ১৭৫ জন ছাত্র ছাত্রী ভর্তি হয়। বিভাগে অনার্স ও মাস্টার্সে মোট ৭০০ থেকে ৮০০ জন শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম চলমান আছে।

এ ছাড়াও নন মেজর প্রায় ৪০০/৪৫০ জন শিক্ষার্থীর ক্লাস ও পরীক্ষা চলমান আছে। এই বিভাগে বর্তমানে বিভাগীয় প্রধানসহ মোট ০৬ জন শিক্ষক কর্মকর্তা কর্মরত আছেন।