ইংরেজি বিভাগ সম্পর্কে

১৯৪৭ খ্রিস্টাব্দে বৃহত্তর কুষ্টিয়ায় উচ্চশিক্ষা প্রসারে কতিপয় সমাজ হিতৈষীর অক্লান্ত প্রচেষ্টায় কুষ্টিয়া কলেজ (পরবর্তীতে কুষ্টিয়া সরকারি কলেজ) নামক যে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় তার মুকুটে ইংরেজি বিভাগ নামক সোনার পালক যুক্ত হয় আরো দুই বছর পর ১৯৪৯ খ্রিস্টাব্দে।

প্রতিষ্ঠা কালীন সময় থেকেই ইংরেজি বিভাগ অত্যন্ত দক্ষতা,নিষ্ঠা ও সৃজনশীলতার মধ্য দিয়ে সংশ্লিষ্ট অংশীজনের কাছে একটি সফল ব্র্যান্ডে পরিণত হয়েছে। উচ্চ মাধ্যমিক, স্নাতক(পাশ), স্নাতক(সম্মান) ও স্নাতকোত্তর বিষয়ের একাডেমিক পঠন ,পাঠন ও মূল্যায়নের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম সহ আরো কিছু অতিরিক্ত কোর্স ইংরেজি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। উল্লেখ্য কোর্সসমূহের মধ্যে এপিএ র অধীনে শিক্ষকবৃন্দের জন্য নন একাডেমিক Developing Competency in English language Course এবং শিক্ষার্থীদের জন্য Communicative English Language Course উল্লেখযোগ্য।

এছাড়া ইংরেজি বিভাগে অধ্যায়নরত স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যানরত ৯০০, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়নরত প্রায় ২৪০০ , স্নাতক(পাস) ৩য় বর্ষ ও স্নাতক (সম্মান) শ্রেণীর দ্বিতীয় বর্ষের সংশ্লিষ্ট ইংরেজি কারিকুলাম ইংরেজি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে চালিত হয়। এ বিভাগের তত্ত্বাবধানে আছে একটি অত্যাধুনিক Language Lab।

১৯৫৯ খ্রিস্টাব্দে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্স চালুর মধ্য দিয়ে ইংরেজি বিভাগ নতুন ভাবে যাত্রা শুরু করে এবং তৎপরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৯৩ খ্রিস্টাব্দে মাস্টার্স প্রথম বর্ষ এবং ১৯৯৪ খ্রিস্টাব্দে মাস্টার্স শেষ পর্ব কোর্স চালু হয়। দক্ষিণ-পশ্চিম বঙ্গের অন্যতম বিদ্যাপীঠ কুষ্টিয়া সরকারি কলেজে এ বিভাগ ইংরেজি ভাষা ও সাহিত্যের চর্চা ও বিস্তারে অনন্য ভূমিকা পালন করে চলেছে।