ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ সম্পর্কে
১৫/১১/২০১৭ তারিখে কুষ্টিয়া সরকারি কলেজে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ এর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। 07/11/20১৭ তারিখের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এবং ০৮/১১/২০১৭ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তির মাধ্যমে ২০১৭ সালেই ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ৫০ জন শিক্ষার্থী ভর্তির অনুমতি প্রাপ্ত হয় বিভাগটি।
২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১ম ব্যাচে ৪৭ জন শিক্ষার্থী ভর্তি হয় । বিভাগটির জন্য সৃষ্টপদ না থাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ০৭/১১/২০২৪ তারিখের আদেশ মোতাবেক (কুষ্টিয়া সরকারি কলেজের অফিস অর্ডার ১৫/১১/২০২৪ তারিখে) হিসাববিজ্ঞান বিভাগের চারজন শিক্ষককে বিভাগটিতে পাঠদানের জন্য অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়।
দায়িত্বপ্রাপ্ত চারজন শিক্ষক হলেন ( তৎকালীন পদবী অনুযায়ী) জনাব মোহাঃ মামুনুর রশীদ সিদ্দিকী (সহযোগী অধ্যাপক), জনাব এ,কে,এম, সামসুল হক ( সহকারী অধ্যাপক), জনাব মোঃ আব্দুর রহিম (প্রভাষক) এবং জনাব মিঠুন কুমার ঘোষ (প্রভাষক)। তারা অদ্যাবধি বিভাগটিতে পাঠদান করে চলেছেন। জনাব মোহাঃ মামুনুর রশীদ সিদ্দিকী জ্যেষ্ঠতার ভিত্তিতে বিভাগটির প্রথম বিভাগীয় প্রধান হিসাবে নিযুক্ত হন এবং অদ্যাবধি তিনি দায়িত্বটি যথাযথভাবে পালনের মাধ্যমে বিভাগটিকে সার্বিকভাবে এগিয়ে নিয়ে চলেছেন।
এ যাবত দুটি ব্যাচ অনার্স কোর্স শেষ করেছে। শিক্ষার্থীরা বেশ ভাল ফলাফল করেছে। বিভাগটিতে মাস্টার্স কোর্স চালু নেই। মাস্টার্স কোর্স চালু হলে অত্র অঞ্চলের শিক্ষার্থীরা আরও একটু বেশি উপকৃত হতো। বিভাগটি নব প্রতিষ্ঠিত হওয়ায় অবকাঠামোগত সুবিধাসহ নানাদিক দিয়ে পিছিয়ে আছে। কলেজ কর্তৃপক্ষের সহায়তায় বিভাগটি আরও উন্নত, আরও প্রতিশ্রুতিশীল , আরও প্রগতিশীল হয়ে গড়ে উঠবে বলে এতদঞ্চলের শিক্ষার্থীদের আশা।