ইসলামিক স্টাডিজ বিভাগ সম্পর্কে
যে সকল বিভাগ নিয়ে কুষ্টিয়া সরকারি কলেজ যাত্রা শুরু করে আরবী ও ইসলামী শিক্ষা বিভাগ তার মধ্যে অন্যতম ।
বর্তমানে উচ্চমাধ্যমিক, ডিগ্রী, অনার্স ও মাস্টার্স (প্রাইভেট সহ) পর্যায়ে পাঠদান চলমান। দাপ্তরিক তথ্য থেকে জানা যায় প্রথম শিক্ষক ছিলেন মোঃ ইয়াকুব আলী ( ১৯৪৯ – ১৯৬৯)। ২০০৫-০৬ শিক্ষাবর্ষ থেকে ইসলামিক স্টাডিজ বিভাগ ৮০টি আসন নিয়ে অনার্স কোর্স শুরু হয়। অনার্স কোর্স প্রবর্তনের পর প্রথম বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন প্রফেসর মুহাম্মদ আলী ইসা। অনার্স প্রথম ব্যাচে ভর্তি হয় ১৮ জন।
১৭ জন অনার্স চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে এবং শতভাগ উত্তীর্ণ হয়। এর মধ্যে প্রথম শ্রেণি পায় ০৪ জন এবং দ্বিতীয় শ্রেণি পায় ১৩ জন। বর্তমানে অনার্স আসন সংখ্যা ১০০ । ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ৫০ টি আসন নিয়ে মাস্টার্স কোর্স প্রবর্তন হয়।
মাস্টার্স প্রথম ব্যাচে ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম শ্রেণি পায় ৩২ জন এবং দ্বিতীয় শ্রেণি পায় ১৬ জন। বর্তমানে অনার্স ও মাস্টার্স পরীক্ষার ফলাফল ঈর্ষণীয়। উত্তীর্ণ শিক্ষার্থীরা স্ব স্ব কর্মক্ষেত্রে স্বমহিমায় সমুজ্জ্বল। বিভাগে একটি সমৃদ্ধ সেমিনার লাইব্রেরী আছে ।
সেমিনার লাইব্রেরির বই সংখ্যা প্রায় ৪ হাজার। বর্তমানে পাঁচজন শিক্ষক একজন সহায়ক কর্মচারী এই বিভাগে কর্মরত। বর্তমান বিভাগীয় প্রধান ড. মোঃ আবু সাঈদ। আধুনিক ও ইসলামী শিক্ষার অপূর্ব সমন্বয়ে ইসলামিক স্টাডিজ বিভাগ যুগের চাহিদা পূরণে সর্বদা সচেষ্ট।