গণিত বিভাগ সম্পর্কে

১৯৪৭ সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়া কলেজ ১৭-০৪-১৯৬৮ তারিখে সরকারিকরণের সময় গণিত বিষয়ে তিন (০৩) জন শিক্ষক কর্মরত ছিলেন।

স্বাধীনতার পূর্বে এই কলেজে গণিত বিষয়ে উচ্চ মাধ্যমিক ও স্নাতক(পাস) পর্যায়ে পাঠদান করা হতো । স্বাধীনতার পরে ১৯৭১-৭২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে গণিত বিভাগে অনার্স কোর্স চালু হয় এবং ১ম ব্যাচে শিক্ষার্থী ছিল দশ(১০) জন। এর মধ্যে ছয়(০৬) জন শিক্ষার্থী ১৯৭৪ সালের বিএসসি অনার্স পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

১৯৯০ সালে গণিত বিভাগে অধ্যাপকের ০১ টি পদসহ শিক্ষকের মোট ০৭ টি পদ,পরবর্তী সময়ে ০৯ টি পদ,বর্তমানে মোট ১২টি পদ সৃজিত হয়েছে। ১৯৯২ সালে কুষ্টিয়া কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভূক্ত হওয়ার পরে গণিত বিভাগে মাস্টার্স কোর্স (প্রথম ও শেষ পর্ব ) অনুমোদিত হয়। ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে সর্বপ্রথম মাস্টার্স শেষ পর্বে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। এই বিভাগে অনেক গুণী শিক্ষক কর্মরত ছিলেন ।

বর্তমানে গণিত বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৫৩ তম ব্যাচ সহ প্রায় এক হাজার (১০০০) শিক্ষার্থী অধ্যয়নরত আছে এবং বিভাগে ০৩ টি শ্রেণীকক্ষ ,০১টি কম্পিউটার ল্যাব, ০১টি সেমিনার লাইব্রেরী,০১টি অফিস কক্ষ আছে। বিভাগের অনেক প্রাক্তন শিক্ষার্থী বিভিন্ন নামকরা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।