দর্শন বিভাগ সম্পর্কে
কুষ্টিয়া সরকারি কলেজের অন্যতম সুপরিচিত বিভাগ হলো দর্শন বিভাগ। কলেজের জন্মলগ্ন 1947 সাল থেকেই এ বিভাগ তার কার্যক্রম (উচ্চ মাধ্যমিক ও স্নাতক) পরিচালনা করে আসছে।
2005-2006 শিক্ষাবর্ষ হতে বিভাগে স্নাতক (সম্মান) এবং 2011-2012 শিক্ষাবর্ষ হতে স্নাতকোত্তর শ্রেনি চালু হয়েছে। বর্তমানে বিভাগে ছয় শতাধিক নিয়মিত শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।
বিভাগ ও শ্রেণিকার্যক্রম পরিচালনায় ৫ জন শিক্ষক ও ১ জন অফিস সহকারী নিয়োজিত আছেন। নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য সহায়ক শিক্ষা কার্যক্রম হিসেবে খেলাধুলা, শিক্ষাসফর ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে। এ বিভাগে অধ্যয়ন করে বহু কৃতি শিক্ষার্থী দেশের রাজনৈতিক, সামাজিকসহ অন্যান্য জনকল্যাণমূলক ক্ষেত্রে ভূমিকা রেখে চলেছে।
সত্যকে উপলব্ধি ও ধারণ করাই দর্শনের অন্যতম প্রধান উদ্দেশ্য। এ উদ্দেশ্যকে সামনে রেখে দর্শন বিভাগের সকল শিক্ষার্থী জাতি গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে, এটাই কাম্য।