পদার্থবিজ্ঞান বিভাগ সম্পর্কে
আবশ্যিক বিষয় হওয়ায় কলেজ প্রতিষ্ঠালগ্ন ১৯৪৮ সাল থেকে এ কলেজে পদার্থবিজ্ঞান বিষয়ের যাত্রা শুরু হয়।
পরবর্তীকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী পাস কোর্স চালু হয়। ১৯৯7-৯৮ শিক্ষাবর্ষে ২৫ জন শিক্ষার্থী নিয়ে অনার্স কোর্স শুরু করে। প্রথম ব্যাচে ১২ জন শিক্ষার্থী অনার্স পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই উত্তীর্ণ হয়। এর মধ্যে দ্বিতীয় শ্রেণি ০৯ জন এবং তৃতীয় শ্রেণিতে ০৩ জন পাস করে।
২০০৪-০৫ শিক্ষাবর্ষ থেকে মাষ্টার্স কোর্স চালু হয়। পরবর্তীতে ২01৩-১৪ শিক্ষাবর্ষ থেকে মাষ্টার্স ১ম পর্ব কোর্স শুরু হয়। ২০২২ সালে পদার্থবিজ্ঞান বিভাগের ২৫ বছর পূর্ণ হয়েছে। বর্তমানে পদার্থবিজ্ঞান বিভাগে অনার্স শ্রেণিতে আসন সংখ্যা ১৭৫টি। পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮০০ জন এবং 0৪ জন শিক্ষক কর্মরত আছেন।
উল্লেখ্য যে, কলেজের বর্তমান অধ্যক্ষ মহোদয় ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত এই বিভাগে কর্মরত ছিলেন।