প্রাণীবিদ্যা বিভাগ সম্পর্কে

কুষ্টিয়া সরকারি কলেজে প্রাণিবিদ্যা বিভাগ প্রতিষ্ঠা করেন জনাব মো: ইসমাইল হোসেন।

তিনি ০৫/১১/১৯৮১ তারিখে প্রাণিবিদ্যা বিষয়ে প্রভাষক পদে এ কলেজে যোগদান করেন। এর পূর্বে প্রাণিবিদ্যা এবং উদ্ভিদবিজ্ঞান বিষয়ের শিক্ষকবৃন্দ একই রুমে বসতেন। কারণ উচ্চ মাধ্যমিক শ্রেণিতে জীববিজ্ঞান ১ম পত্র হিসাবে উদ্ভিদবিজ্ঞান এবং জীববিজ্ঞান ২য় পত্র হিসাবে প্রাণিবিজ্ঞান পড়ানো হয়। জনাব মো: ইসমাইল হোসেন মহোদয়কে প্রথম বিভাগীয় প্রধান করে প্রাণিবিদ্যা বিভাগের যাত্রা শুরু হয় কলেজের প্রশাসনিক ভবনের নিচ তলায়। শুরুতে প্রাণিবিদ্যা বিভাগের ছিল দুটি কক্ষ। একটি ক্লাস রুম, অন্যটিতে শিক্ষকবৃন্দ বসতেন।

২০০৫ সালে প্রাণিবিদ্যা বিভাগ স্থানান্তরিত হয় বর্তমান তিন নম্বর একাডেমিক ভবনের নিচতলায়। এরপর ২০০৯ সালে আবারো প্রাণিবিদ্যা বিভাগ স্থানান্তরিত হয় তৎকালিন বিজ্ঞান ভবনের ৩য় তলায়। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে স্থানান্তরিত হয়ে বর্তমানে প্রাণিবিদ্যা বিভাগের অবস্থান ১০ তলা বিজ্ঞান ভবনের ২য় তলায়। কুষ্টিয়া সরকারি কলেজে প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স কোর্স চালু হয় ২৭/০৬/২০০৬ তারিখে।

২০০৫-২০০৬ শিক্ষাবর্ষে প্রথম অনার্স শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয় এবং ১৮ জন শিক্ষার্থী নিয়ে অনার্স শ্রেণির যাত্রা শুরু হয়। শুরুতে আসন সংখ্যা ছিল ৫০, বর্তমানে আসন সংখ্যা ১৩৫।

অনার্স কোর্স চালুর সময় ‍বিভাগে চার জন শিক্ষক এবং একজন প্রদর্শক কর্মরত ছিলেন। প্রাণিবিদ্যা বিভাগে মাস্টার্স (ফাইনাল) র্কোস চালু হয় ২০১০-২০১১ শিক্ষাবর্ষ থেকে। শুরুতে আসন সংখ্যা ছিল ৫০, যা বর্তমানে ১৩৫।

মাস্টার্স প্রিলিমিনারি কোর্স চালু হয় ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ থেকে এবং আসন সংখ্যা ৫০। বর্তমানে প্রাণিবিদ্যা বিভাগে শিক্ষকের পদ ০৫ টি, যথা ০১ টি সহযোগী অধ্যাপক, ০২ টি সহকারী অধ্যাপক, ০২ টি প্রভাষক পদ। এছাড়া ০১ টি প্রদর্শক পদ বিদ্যমান। প্রাণিবিদ্যা বিভাগে বতর্মানে ০৫ জন শিক্ষক কর্মরত আছেন।

সহযোগী অধ্যাপক ০২ জন (০১ জন ইনসিটু), সহকারী অধ্যাপক ০১ জন, প্রভাষক ০২ জন । বর্তমানে প্রদর্শক পদটি শূন্য আছে। প্রাণিবিদ্যা বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান ড. আকলিমা খাতুন।


zoologykgc31@gmail.com