গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধ্যক্ষের কার্যালয়
কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া।
নং- কুসক- ২০১৭/ তাং-………………
ঃ ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) প্রোগামে ২য় পর্যায়ে ভর্তি বিজ্ঞপ্তি ঃ
সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, এ কলেজে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) প্রোগ্রামে ২য় পর্যায়ে ভর্তির জন্য অনলাইনে পূরণকৃত প্রাথমিক আবেদন ফরম নি¤œলিখিত স্থান ও সময় সূচী অনুযায়ী জমা নেয়া হবে।
ফরম জমার তারিখ ও সময় ঃ ২০/১১/২০১৭ থেকে ২২/১১/২০১৭ খ্রি. পর্যন্ত
(সকাল ১০:০০ টা থেকে ১:০০ টা পর্যন্ত)
ফরম জমার স্থান ঃ কলেজ লাইব্রেরি ঃ
আবেদন ফরম পূরণের নিয়মাবলী ঃ
০১. আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েব সাইট (িি.িধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ/ অথবা হঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং) গধংঃবৎং ঃধন এ গিয়ে অঢ়ঢ়ষু ঘড়ি (গধংঃবৎং জবম.) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে প্রার্থীর ¯œাতক পর্যায়ের পরীক্ষার রোল নম্বর, রেজিষ্ট্রেশ নম্বর ও পাসের সন সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। এ পর্যায়ে প্রার্থী তার ভর্তি যোগ্য (ঊষরমনষব) বিষয় দেখতে পাবে। আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলা ওয়ারী যে কোন কলেজের নাম ঝবষবপঃ করলে সংশ্লিষ্ট কলেজে মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি যোগ্য বিষয়ের নাম ও আসন সংখ্যা দেখতে পাবে। এই তালিকা থেকে প্রার্থীকে সর্তকতার সংগে তার প্রার্থিত বিষয়ের পছন্দ নির্ধারণ করতে হবে। কোটায় ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীকে তথ্য ছকের নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযোজ্য কোটা (ঝবষবপঃ) করতে হবে।
২। অনলাইনে পূরণকৃত আবেদন ফরম, প্রয়োজনীয় কাগজপত্র ও ৩০০/= (তিনশত) টাকা কলেজ ক্যাশ কাউন্টারে জমা পূর্বক জমার রশিদসহ মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি কমিটির নিকট জমা দিতে হবে।
আবেদনের সাধারণ যোগ্যতা ও শর্তাবলীঃ
৩। ক) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তিন বছর মেয়াদী ¯œাতক (পাস) ও ১ম পর্ব মাস্টার্স (নিয়মিত) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে।
খ) ইতোপূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদী ¯œাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ যে সকল শিক্ষার্থী ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে প্রাথমিক আবেদন করতে পারেনি সে সকল শিক্ষার্থী এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে।
গ) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তিকৃত কোন শিক্ষার্থী এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে না। তবে যাদের প্রাথমিক আবেদন নিশ্চয়ন হয়েছে কিন্তু মেধা তালিকায় স্থান পায়নি অথবা মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, সে সকল প্রার্থী এ ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।
ঘ) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ১ম পর্ব মাস্টার্স (প্রাইভেট) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে না।
ঙ) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স (নিয়মিত/অনিয়মিত) পরীক্ষায় উত্তীর্ণ অথবা উক্ত প্রোগ্রামে বর্তমানে অধ্যয়নরত/রেজিষ্ট্রেশন প্রাপ্ত কোন প্রার্থী ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে আবেদন করতে পারবে না। উক্ত শর্ত ভঙ্গ করে কোন প্রার্থী এ ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করলে তার ভর্তি বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।
মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) প্রোগ্রামের কোর্স ও বিষয়সমূহঃ
৪। ক) এমএ-বাংলা, ইংরেজী, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামী শিক্ষা।
খ) এমএসএস-রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান
গ) এমএসসি- পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, প্রাণিবিদ্যা, ভূগোল ও পরিবেশ, উদ্ভিদবিদ্যা
ঘ) এমবিএ- হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা
৫। প্রয়োজনীয় কাগজপত্র ঃ
আবেদন ফরমের সংগে প্রার্থীর ¯œাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার সত্যায়িত নম্বর পত্র ও রেজিষ্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি জমা দিতে হবে।
বিঃ দ্রঃ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট এ প্রদর্শিত ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।
(প্রফেসর কাজী মনজুর কাদির)
আই.ডি. নং- ০৬৭০৭
অধ্যক্ষ
কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া।
টেলিফোন নং- ০৭১-৬২০৮৮
কপি বিতরণঃ-
১। উপাধ্যক্ষ, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া।
২। সম্পাদক, শিক্ষক পরিষদ, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া।
৩। বিভাগীয় প্রধান বাংলা,ইংরেজী, ইতিহাস,দর্শন, ইসলামের ইতিহাস, ইসলামী শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান,
গণিত,পদার্থ, রসায়ন, ভূগোল, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া।
৪। আহবায়ক, মাষ্টার্স শেষপর্ব (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি কমিটি-২০১৫-২০১৬, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া।
৫। গ্রন্থাগারিক, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া।
৬। প্রধান সহকারী, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া।
৭। হিসাব রক্ষক, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া।
৮। ক্যাশিয়ার, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া।
৯। শাখা সহকারী, মাষ্টার্স শাখা, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া।
১০। সংরক্ষণ নথি।